অভিনয় গানের লিরিক্স | Ovinoy Bangla Song lyrics নোবেল ম্যান | Noble Man

Song: Ovinoy | অভিনয়

Singer: Noble Man

Lyrics: Ahmed Risvy

Tune & composition: Ahmmed Humayun

Vocal recording: Studio Butter communication 

Label: Soundtek

More:


অভিনয় গানের লিরিক্স | Ovinoy Bangla Song lyrics  নোবেল ম্যান  |  Noble Man:


অভিনয়ের এইতো জীবন 
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জলে হৃদয় ভাসে 
হাসছি তবু সুখের ভিড়ে। 


কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা, 
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।। 


অদৃশ্য দাবার চালে 
পরাজিত আমার হৃদয়,
তবু চাইছি আমি 
তোমারি জয় যেন হয়।
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানায় ...
 
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা, 
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।


ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে,
যেখানে হৃদয় ভাঙ্গার 
প্রতিদিন গল্প পোড়ে।
তোমার ভালো থাকার মাঝে 
পথের কাঁটা হবোনা...


কি আগুন জমছে বুকে
জানে না কেউতো জানে না, 
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না কেউতো বোঝে না।। 

Post a Comment

0 Comments